- Home
- আমাদের অনুপ্রেরণা
- স্বয়ং ও সকলে
স্বয়ং ও সকলে
SSD নিয়ে এলো “গীতাঞ্জলি আমার স্বপ্ন” যা শুধুমাত্র বাড়ি নয় আপনার একটি স্বপ্নের অনুভুতি। নিভৃতে নির্জনে শহরের যান্ত্রিক কোলাহল থেকে বহুদূরে আপনার স্বপ্নের একটি নীড়। শুধুমাত্র জীবনের কয়েকটি মুহূর্তের জন্য নয়, কবিগুরুর সান্নিধ্য থাকুক সারা জীবনের জন্য।
অপার শান্তির "ভুবন ডাঙা", মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মননে সৃষ্ট আজকের শান্তিনিকেতন যা আমার আপনার সবার প্রাণ প্রিয় এবং তার মাঝেই "গীতাঞ্জলি আমার স্বপ্ন" যা তাল-পিয়াল, শাল-পলাশের স্নিগ্ধ সবুজ ছায়া এবং প্রচুর খোলা হাওয়ায় (অক্সিজেন) আপনার মধ্যে নতুন কর্ম উদ্দীপনা জাগিয়ে তুলবে।
আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে”, কবিগুরুর সেই "কোপাই"-এর পাড়েই আপনার জন্য নিয়ে এসেছি আপনার স্বপ্ন যা সর্বাধুনিক সুবিধাসহ ও মানসম্মত । প্রকৃতির কোলে এবং গুরুদেবের চিরন্তন উপস্থিত ও আধ্যাত্মিকতার মিশেলে “গীতাঞ্জলি আমার স্বপ্ন” শুধুমাত্র আপনার অপেক্ষায় ।
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে"

