Click anywhere to feel the Serenity

“গীতাঞ্জলি আমার স্বপ্ন”-র কথা

ভুবন ডাঙা আজকের শান্তিনিকেতন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মননে সৃষ্ট আর মহর্ষি পুত্র কবিগুরুর ‘উন্মুক্ত শিক্ষাদান প্রথা’ র কারণে বিশ্ব দরবারে অতি পরিচিত একটি নাম | এখানকার খোলা হাওয়া, লাল মাটির মেঠো পথ, আর ছোট শান্ত “কোপাই” আমাকে খুবই উদ্বুদ্ধ করে, কাজে প্রেরণা জোগায়, কোথাও যেন মনে হয় একটা আত্মিক সম্পর্ক আছে। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি বাড়ি, প্রতিটি পথ, খোলা আকাশ, রাতের স্বচ্ছ তারাভরা আকাশ আর সর্বোপরি বহু দূরে থেকে ভেসে আসা মাদলের শব্দ আমার মধ্যে একটা আন্তরিকতা তৈরি করে | আমিও যে এদেরই একজন, এসব আমার | যদিও এসবের সঙ্গে কবিগুরুই আমার পরিচয় করিয়েছেন।
মহর্ষির পদধুলি, কবিগুরুর লেখনির সঙ্গে মাতৃ সাধনার ক্ষেত্র কঙ্কালীতলা, সবে মিলে আমার কাছে শান্তিনিকেতন একটি তীর্থভূমি | যে তীর্থে দেবী আদি শক্তির সঙ্গে আধারিত হয় মানব জাতি, শিক্ষা ও লোক সংস্কৃতি |

SSD-এর এই প্রয়াস আপনার জীবনে এনে দেবে সাফল্যের অনুভুতি আর অতুলনীয় আনন্দ।

“ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে”